দ্বিপদ নামকরণের নিয়মাবলি লেখো [2023]

দ্বিপদ নামকরণের নিয়মাবলি লেখো:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “দ্বিপদ নামকরণের নিয়মাবলি লেখো” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

দ্বিপদ নামকরণের নিয়মাবলি লেখো

দ্বিপদ নামকরণের নিয়মাবলি লেখো

সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম নামকরণের একটি প্রথা প্রবর্তন করেন। এটি হলো দ্বিপদ নামকরণ। 

এ প্রথার নিয়মাবলী হলো- প্রত্যেক জীবের বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে যার প্রথমটি হবে গণ এবং পরেরটি হবে প্রজাতি। 

গণ নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বড় অক্ষরে এবং প্রজাতি নামের আদ্যক্ষর ছোট অক্ষরে লিখতে হবে। 

গণ ও প্রজাতির ভাষা হবে ল্যাটিন বা রূপান্তরিত ল্যাটিন। বৈজ্ঞানিক নামটি ইটালিক অক্ষরে অর্থাৎ বাঁকা করে লিখতে হবে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে দ্বিপদ নামকরণের নিয়মাবলি লেখো বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন