সেলুলার ফোন কি? সেলুলার ফোনের প্রকারভেদ [2023]

সেলুলার ফোন কি? সেলুলার ফোনের প্রকারভেদ:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “সেলুলার ফোন কি? সেলুলার ফোনের প্রকারভেদ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সেলুলার ফোন কি? সেলুলার ফোনের প্রকারভেদ

সেলুলার ফোন কি? সেলুলার ফোনের প্রকারভেদ

সেলুলার ফোন: (Cellular phone) হলো এক বিশেষ ধরনের ফোন, যা ঐ সেলের আওতায় স্থাপিত ট্রান্সমিটারের সাথে যোগাযোগ রক্ষা করে কাজ করে।

ট্রান্সমিটারের কভারেজের স্প্যানকে সেল (cell) বলা হয়। কথা বলা ছাড়াও সেলুলার বা মোবাইল ফোনের মাধ্যমে টেক্সক মেসেজ আদান-প্রদান, মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, ই-মেইল, ইন্টারনেট, গেম এবং ফটোগ্রাফি সেবা পাওয়া যায়।

সেলুলার ফোনের প্রকারভেদ

গঠনগত দিক থেকে সেলুলার ফোনগুলোকে সাধারণত নিচের মতো করে ভাগ করা যায়। যথা:

১. বেসিক ফোন (Basic Phone)

২. ক্যামেরা ফোন (Camera Phone)

৩. মিউজিক/এমপিথ্রি (Music/MP3 Phone)

৪. ভিডিও ফোন (Video Phone)

৫. স্মার্টফোন (Smartphone)

৬. পিডিএ ফোন (PDA Phone)

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে সেলুলার ফোন কি? সেলুলার ফোনের প্রকারভেদ বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন