মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স কাকে বলে? [2023]

মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স কাকে বলে?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স কাকে বলে?

মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স কাকে বলে?

১৮৬৫ সালে বংশগতিবিদ্যার জনক মেন্ডেল মটরশুঁটি গাছের উপর পরীক্ষা-নিরীক্ষা করে জীবের বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণের পদ্ধতি আবিষ্কার করেন। 

মেন্ডেল কর্তৃক প্রদত্ত বংশগতির এ পদ্ধতিকেই মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স বা মেন্ডেলের বংশগতি বলে।

জীববিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। অস্টিয়া কী?

উত্তরঃ আথ্রোর্পোডা পর্বের প্রাণীদের হৃৎপিণ্ডের পার্শ্বীয় জোড়া ছিদ্রগুলোই হলো অস্টিয়া।

প্রশ্ন-২। অমরা কী?

উত্তরঃ অমরা হলো ভূণীয় ও মাতৃকলায় চাকতির মতো গঠন, যা ফিটাস ও মাতৃদেহে বিভিন্ন পদার্থের আদান-প্রদান নিয়ন্ত্রণ করে।

প্রশ্ন-৩। পিটুইটারী গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন?

উত্তরঃ পিটুইটারি গ্রন্থি থেকে সবচেয়ে বেশি হরমোন নিঃসৃত হয় এবং এ গ্রন্থি অন্যান্য সকল গ্রন্থির হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে বলে এ গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়।

প্রশ্ন-৪। নিউক্লিয়ার মেমব্রেনের কাজ লিখ।

উত্তরঃ নিউক্লিয়ার মেমব্রেন সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকাকে পৃথক এবং সংরক্ষণ করে। 

এটি অভ্যন্তরীণ দ্রব্য ও বহিঃস্থ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা করে ও পরিবহণের কাজ করে। 

তাছাড়াও এটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করে। অভ্যন্তরে উৎপন্ন উপাদান রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে পাঠায়।

প্রশ্ন-৫। মিথোজীবিতা বলতে কী বোঝায়?

উত্তরঃ ভিন্ন প্রজাতির দুটি জীব যখন পারস্পরিকভাবে সহাবস্থান করে এবং উভয়ই উভয়ের নিকট থেকে উপকৃত হয় তখন এ ধরনের সহাবস্থানকে মিথোজীবীতা বলা হয়। 

সহাবস্থানকারী জীবদ্বয়কে বলা হয় মিথোজীবী। যেমন- হাইড্রা ও শৈবাল এক সাথে অবস্থানকালে পরস্পরের নিকট থেকে উপকৃত হয়।

প্রশ্ন-৬। রেচন কি?

উত্তরঃ রেচন মানব দেহের একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্যপদার্থগুলো নিষ্কাশিত হয়।

প্রশ্ন-৭। পেনিসিলিন কি? পেনিসিলিন কে আবিষ্কার করেন এবং কত সালে?

উত্তরঃ পেনিসিলিন একটি জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ওষুধ। ১৯২৯ সালে স্কটিশ বিজ্ঞানী এবং নোবেল বিজয়ী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।

প্রশ্ন-৮। আবরণী কলার কাজ লেখো।

উত্তরঃ আবরণী কলার কাজ হলো–

  • আবরণী কলা কোনো অঙ্গের বা নালির ভিতরের ও বাইরের অংশ তৈরি করে থাকে।
  • আবরণী কলা রূপান্তরিত হয়ে রক্ষণ, ক্ষরণ, শোষণ, ব্যাপন, পরিবহন ইত্যাদি কাজে অংশ নেয়।
  • আবরণী কলা রূপান্তরিত হয়ে গ্রন্থি কলা এবং জনন কলায় পরিণত হয়ে দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে।

প্রশ্ন-৯। সিসট্রন কী?

উত্তরঃ সিসট্রন DNA-এর কার্যকরী একক।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স কাকে বলে? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন