প্রাইমারি মেমোরি বলতে কী বোঝায়? প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “প্রাইমারি মেমোরি বলতে কী বোঝায়? প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
প্রাইমারি মেমোরি বলতে কী বোঝায়? প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য
প্রাইমারি মেমোরি বলতে সিপিউ-এর সাথে সরাসরি অ্যাকসেস সম্পন্ন মেমোরিকে বোঝায়। CPU-এর অন্তর্গত ALU-এর সাথে এ ধরনের মেমোরির প্রত্যক্ষ অ্যাকসেস থাকে। প্রাইমারি মেমোরি দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকে।
প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্যঃ
- প্রধান মেমোরির চলমান প্রোগ্রাম, ডাটা, হিসাব-নিকাশের ফলাফল ইত্যাদি অস্থায়ীভাবে সংরক্ষণ করে।
- এ ধরনের মেমোরি উদ্বায়ী অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে এ মেমোরিতে সংরক্ষিত ডেটা মুছে যায়।
- প্রসেসরের নিকটবর্তী হওয়ার ডাটা সংরক্ষণ ও পঠন দ্রুতগতি সম্পন্ন।
- কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য সিস্টেম সফটওয়্যারের প্রয়োজনীয় অংশ প্রাইমারি মেমোরিতে লোড হয়।
- প্রাইমারি মেমোরিতে সঞ্চিত উপাত্ত CPU সরাসরি প্রসেস করতে পারে।
আশা করি “প্রাইমারি মেমোরি বলতে কী বোঝায়? প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ