প্লাজমোলাইসিস ও ডিপ্লাজমোলাইসিস কাকে বলে? [2023]

প্লাজমোলাইসিস ও ডিপ্লাজমোলাইসিস কাকে বলে?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “প্লাজমোলাইসিস ও ডিপ্লাজমোলাইসিস কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

প্লাজমোলাইসিস ও ডিপ্লাজমোলাইসিস কাকে বলে?

প্লাজমোলাইসিস ও ডিপ্লাজমোলাইসিস কাকে বলে?

প্লাজমোলাইসিস : একটি সজীব উদ্ভিদ কোষকে অতিসারক দ্রবণে রাখলে কোষের ভেতরে থেকে জল বহিঃ অভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে আসে।

ফলে কোষের প্রোটোপ্লাজম সংকুচিত হয় এবং কোষ পর্দা ও কোষ প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে আসে। কোষের এই অবস্থাকে প্লাজমোলাইসিস বলে।

ডিপ্লাজমোলাইসিস : প্লাজমোলাইসিস কোষকে লঘুসারক দ্রবণে রাখলে অন্তঃ অভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে থেকে জল কোষের মধ্যে প্রবেশ করে। 

ফলে কোষটি রসস্ফীতি হয় এবং প্রোটোপ্লাজম আবার আগের মতো কোষ প্রাচীর এর সঙ্গে যুক্ত হয়। কোষের এই অবস্থাকে ডিপ্লাজমোলাইসিস বলে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে প্লাজমোলাইসিস ও ডিপ্লাজমোলাইসিস কাকে বলে? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন