অণু কাকে বলে? অণু কয় প্রকার ও কি কি? অণু কিভাবে গঠিত হয়?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “অণু কাকে বলে? অণু কয় প্রকার ও কি কি? অণু কিভাবে গঠিত হয়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
অণু কাকে বলে? অণু কয় প্রকার ও কি কি? অণু কিভাবে গঠিত হয়?
মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ঐ পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাকে অণু বলে।
অণু দুই প্রকার। যথা : ১. মৌলিক অণু ও ২. যৌগিক অণু।
একই মৌলের দুটি বা তার বেশি পরমাণু একসাথে যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে মৌলিক বা মৌল অণু বলে। যেমন : H2, O2 ইত্যাদি।
ভিন্ন রকম বা ভিন্নধর্মী মৌলের দুটি বা তার বেশি পরমাণু একসাথে যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে যৌগিক বা যৌগ অণু বলে। যেমন : NaCl, H2O ইত্যাদি।
অণুর গঠন
একই মৌলের একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে অণু গঠন করে। যেমনঃ কার্বন ডাইঅক্সাইড (CO₂) অণুতে একটি কার্বন পরমাণু, দুইটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে অণু গঠন করে।
আবার, একটি নাইট্রোজেন পরমাণু তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে অ্যামোনিয়া অণু (NH₃) গঠিত হয়।
আবার, অক্সিজেনের দুটি পরমাণু দ্বি-বন্ধন দ্বারা যুক্ত হয়ে অক্সিজেন অণু (O₂) গঠন করে।
অর্থাৎ মৌলের পরমাণুসমূহ রাসায়নিক বন্ধনের মাধ্যমে অণু গঠিত হয়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে অণু কাকে বলে? অণু কয় প্রকার ও কি কি? অণু কিভাবে গঠিত হয়? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।