ভর ও ওজন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর [2023]

ভর ও ওজন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ভর ও ওজন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ভর ও ওজন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

ভর ও ওজন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। ভর কাকে বলে?

উত্তরঃ কোনো বস্তুতে অবস্থিত পদার্থের মোট পরিমানকে ভর বলে।

প্রশ্ন-২। ওজন কাকে বলে?

উত্তরঃ কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষন করে তাকে বস্তুর ওজন বলে। বস্তুর ওজন = বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ। ওজনকে w দ্বারা প্রকাশ করা হয়। ওজনের একক নিউটন (N)।

প্রশ্ন-৩। পৃথিবী থেকে অসীম দূরত্বে কোন বস্তুর ওজন কত?

উত্তরঃ শূন্য।

প্রশ্ন-৫। পৃথিবীর কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম হবে?

উত্তরঃ কেন্দ্রে।

প্রশ্ন-৬। ভরের একক কী?

উত্তরঃ ভরের একক কিলোগ্রাম বা কেজি (kg)।

প্রশ্ন-৭। পৃথিবীর ভর কত?

উত্তরঃ পৃথিবীর ভর হলো ৫.৫৮৩ × ১০২৪ kg।

প্রশ্ন-৮। ওজনের একক কী?

উত্তরঃ ওজনের আন্তর্জাতিক একক হলো নিউটন।

প্রশ্ন-৯। বস্তুর ওজন কীসের ওপর নির্ভর করে?

উত্তরঃ বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ বা 'g' এর মানের ওপর নির্ভর করে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ভর ও ওজন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন