কুফর অর্থ কি? | গিবত বলতে কী বোঝায়? -[2023]

কুফর অর্থ কি? গিবত বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “কুফর অর্থ কি? গিবত বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

কুফর অর্থ কি? গিবত বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো

কুফর অর্থ কি?

কুফর অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি।

গিবত বলতে কী বোঝায়?

গিবত আখলাকে যামিমাহ বা নিন্দনীয় আচরণের একটি। কারো অগোচরে তার দোষ-ত্রুটি অন্যের কাছে প্রকাশ করাকে গিবত বলে।

একটি হাদিস থেকে গিবত সম্পর্কে জানা যায়। রাসূল (স) সাহাবিদের উদ্দেশ্যে বলেন, "গিবত কী তা কি তোমরা জান?" সাহাবীরা উত্তরে বলল, আল্লাহ ও তাঁর রাসুল ও ভালো জানেন। 

রাসুল (স) বললেন, "গিবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে তোমার এমন কথা বলা যা সে অপছন্দ করে"। 

জিজ্ঞাসা করা হলো- আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, এটাও কি গিবত হবে? রাসুল (স) বললেন, "তুমি যা বল তা যদি তার মধ্যে থাকে তবে গিবত হবে, আর তুমি যা বল তা যদি তার মধ্যে না থাকে, তবে তা হবে অপবাদ" (মুসলিম)।

আশা করি কুফর অর্থ কি? গিবত বলতে কী বোঝায়? ব্যাখ্যা করোএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন