পরশ্রীকাতরতা কাকে বলে? ‘মুনাফিকরা কাফির’– বুঝিয়ে লেখো [2023]

পরশ্রীকাতরতা কাকে বলে? ‘মুনাফিকরা কাফির’– বুঝিয়ে লেখো:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “পরশ্রীকাতরতা কাকে বলে? ‘মুনাফিকরা কাফির’– বুঝিয়ে লেখো” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

পরশ্রীকাতরতা কাকে বলে? ‘মুনাফিকরা কাফির’– বুঝিয়ে লেখো

পরশ্রীকাতরতা কাকে বলে? ‘মুনাফিকরা কাফির’– বুঝিয়ে লেখো

টেক্সট এর Formatting বলতে সাধারণত Text এর Font এর ধরন পরিবর্তন, সাইজ পরিবর্তন, কালার পরিবর্তন, প্রয়োজনে আন্ডারলাইন দেওয়া বা গাঢ় করা, বড় হাতের লেখা ছোট হাতের করা, ইত্যাদি বুঝায়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদান কি কি?

উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদানসমূহ হলো–

১. হার্ডওয়্যার ও কম্পিউটারসহ সকল সংশ্লিষ্ট উপাদান।

২. সফটওয়্যার ও প্রোগ্রামসমূহ।

৩. হিউম্যানওয়্যার বা কম্পিউটার ব্যবহারকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

৪. ডেটা বা ইনফরমেশন।

৫. নেটওয়ার্ক মিডিয়া বা যোগাযোগের মাধ্যম।

প্রশ্ন-২। ০, ১ দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা কর।

উত্তরঃ যে ভাষায় শুধু ০ ও ১ ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে মেশিন ভাষা বলে। অর্থাৎ কম্পিউটারের সরাসরি বোধগম্য ভাষাকে মেশিন ভাষা বলে।

মেশিন ভাষায় ০ ও ১ এই দুই বাইনারি অঙ্ক ব্যবহার করে সবকিছু লেখা হয়। কম্পিউটার একমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে। অর্থাৎ ০ ও ১ দিয়ে লেখা ভাষা হচ্ছে মেশিন ভাষা।

প্রশ্ন-৩। SR ফ্লিপ-ফ্লপ কি?

উত্তরঃ SR ফ্লিপ-ফ্লপ হলো সরলতম ফ্লিপ ফ্লপ। SR এর পূর্ণরূপ হলো- Set Reset। SR ফ্লিপ-ফ্লপে আউটপুট অবস্থাকে ১ বা HIGH করাকে SET এবং ০ বা LOW করাকে RESET বলে। 

দুইটি NAND গেইট অথবা NOR গেইট যুক্ত করে একটির ইনপুট অপরটির আউটপুটের সাথে সংযুক্ত করে SR ফ্লিপ-ফ্লপ গঠিত হয়।

প্রশ্ন-৪। V-32 কি?

উত্তরঃ V-32 একটি সাধারণ মডেম যা তথ্যকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে টেলিফোন নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেয়।

প্রশ্ন-৫। ডিজিটাল ইলেকট্রনিক্স কি?

উত্তরঃ ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে ইলেকট্রনিক্স প্রযুক্তি বিদ্যার এমন একটি শাখা যেখানে ডিজিটাল সিগনাল দ্বারা পরিচালিত বিভিন্ন সার্কিট ও যন্ত্রপাতির ডিজাইন, গঠন, কার্যপ্রণালি, ব্যবহার, সুবিধা-অসুবিধা ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে বিশ্লেষণ ও আলোচনা করা হয়।

প্রশ্ন-৬। বুলিয়ান উপপাদ্য কাকে বলে?

উত্তরঃ যেসব নিয়ম-কানুনের ওপর ভিত্তি করে বুলিয়ান অ্যালজেবরা সমাধান করা হয়, তাকে বুলিয়ান উপপাদ্য বলে।

প্রশ্ন-৭। ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality) কাকে বলে?

উত্তরঃ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী, বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। এটি একটি সফটওয়্যার নির্মিত কাল্পনিক পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হয়।

প্রশ্ন-৮। ডেটা কমিউনিকেশন মাধ্যম কাকে বলে?

উত্তরঃ প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য যে সমস্ত মাধ্যম ব্যবহার করা যায় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলে। যেমনঃ ১. ক্যাবল বা তার; ২. সাধারণ টেলিফোন লাইন; ৩. বেতারতরঙ্গ; ৪. মাইক্রোওয়েভ ;৫. ভূ-উপগ্রহ ব্যবস্থা; ৬. ইনফ্রারেড ইত্যাদি।

প্রশ্ন-৯। ডকুমেন্ট প্রসেসিং কাকে বলে?

উত্তরঃ কম্পিউটারের মাধমে কোন ডকুমেন্ট তৈরি করার জন্য টাইপ করা, বানান শুদ্ধ করা, ফর্মেটিং করা, এডিটিং করা, প্রয়োজন অনুযায়ি বিভিন্ন অবজেক্ট সন্নিবেশিত করা, সংরক্ষণ করা, মুদ্রণ করা ইত্যাদির সমন্বিত প্রক্রিয়াকে ডকুমেন্ট প্রসেসিং বলে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে পরশ্রীকাতরতা কাকে বলে? ‘মুনাফিকরা কাফির’– বুঝিয়ে লেখো বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন