বিচরণকাল কাকে বলে? দূরত্ব এবং সরণ সর্বদা সমান হবে কি? ব্যাখ্যা করো: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “বিচরণকাল কাকে বলে? দূরত্ব এবং সরণ সর্বদা সমান হবে কি? ব্যাখ্যা করো” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
বিচরণকাল কাকে বলে? দূরত্ব এবং সরণ সর্বদা সমান হবে কি? ব্যাখ্যা করো
কোনো বস্তুকণা খাড়া ওপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ বিন্দুতে উঠার পর পুনরায় ভূমিতে আসতে যে সময় লাগে, তাকে বিচরণকাল বলে।
দূরত্ব এবং সরণ সর্বদা সমান হবে কি?
সরণের মান হচ্ছে কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব অর্থাৎ ন্যূনতম দূরত্ব।
অন্যদিকে অতিক্রান্ত দূরত্ব সরলরৈখিক বা বক্র উভয়ই হতে পারে। বস্তুটিকে যদি সরলপথে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে নেয়া হয়, তাহলে সরণ অতিক্রান্ত দূরত্বের সমান হবে।
অন্যথায় সরণ সর্বদাই অতিক্রান্ত দূরত্বের চেয়ে কম হবে। সুতরাং দূরত্ব এবং সরণ সর্বদা সমান হতে পারে না।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে বিচরণকাল কাকে বলে? দূরত্ব এবং সরণ সর্বদা সমান হবে কি? ব্যাখ্যা করো বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।