কাগজের মূল রাসায়নিক উপাদান কি?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “কাগজের মূল রাসায়নিক উপাদান কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
কাগজের মূল রাসায়নিক উপাদান কি?
উত্তর : কাগজের মূল রাসায়নিক উপাদান হলো সেলুলোজ।
রসায়ন (Chemistry) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। ঋণাত্মক প্রভাবক কাকে বলে?
উত্তরঃ যে প্রভাবক কোন রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতি হ্রাস করে তাকে ঋণাত্মক প্রভাবক বলে।
প্রশ্ন-২। ধনাত্মক প্রভাবক কাকে বলে?
উত্তরঃ যে প্রভাবক কোন রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে বৃদ্ধি করে তাকে ধনাত্মক প্রভাবক বলে। যেমনঃ পটাশিয়াম ক্লোরেট (KClO₃) হতে অক্সিজেন উৎপাদন কালে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড (MnO₂) বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। এজন্য ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড একটি ধনাত্মক প্রভাবক। আরো কিছু ধনাত্মক প্রভাবক হল (V₂O₅; MnO₂; Al₂O₃; NH₃; Pt; Cu; Fe) ইত্যাদি।
প্রশ্ন-৩। অ্যানায়ন কি?
উত্তরঃ অ্যানায়ন হচ্ছে ঋনাত্বক চার্জযুক্ত পরমাণু বা যৌগমূলক।
প্রশ্ন-৪। মাইক্রো পদ্ধতি কি?
উত্তরঃ মাইক্রো পদ্ধতি হচ্ছে অত্যন্ত স্বল্প পরিমাণ রাসায়নিক উপাদানের শনাক্তকরণ ও পরিমাণগত বিশ্লেষণ যেখানে সাধারণত 10 mg বা 1 mL এর চেয়ে কম পরিমাণ রাসায়নিক উপাদানের বিশ্লেষণ করা হয়।
প্রশ্ন-৫। জৈব যৌগ কাকে বলে?
উত্তরঃ হাইড্রোকার্বনসমূহ এবং তাদের জাতকসমূহকে একত্রে জৈব যৌগ বলে।
প্রশ্ন-৬। গলনাঙ্ক বলতে কি বুঝ?
উত্তরঃ এক বায়ুমণ্ডলীয় চাপে কোন কঠিন পদার্থ যে নির্দিষ্ট তাপমাত্রায় গলে তরলে পরিণত হয়, তাকে ঐ পদার্থের গলনাঙ্ক বলে। উদাহরণ : বরফের গলনাঙ্ক 0°C অর্থাৎ 0°C তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে বরফ গলে পানিতে পরিণত হয়।
প্রশ্ন-৭। স্ল্যাগ কাকে বলে?
উত্তরঃ ব্লাস্ট ফার্নেসে প্রাপ্ত ধাতুমলকে স্ল্যাগ বলে।
প্রশ্ন-৮। বিটুমিনাস কয়লা কাকে বলে?
উত্তরঃ 44.9-78.2% ফিক্সড কার্বনবিশিষ্ট কালো বর্ণের কয়লাকে বিটুমিনাস কয়লা বলে।
প্রশ্ন-৯। মিশ্রণ ও খাঁটি বস্তুর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ মিশ্রণ ও খাঁটি বস্তুর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
মিশ্রণ সমসত্ব ও অসমসত্ব দুই ধরনের হয়। কিন্তু, খাঁটি বস্তু মৌলিক ও যৌগিক পদার্থ হতে পারে।
মিশ্রণের সংযুতি ও ধর্ম পরিবর্তন হতে পারে। অপরদিকে, খাঁটি বস্তুর সংযুতি ও ধর্ম পরিবর্তন হয় না।
প্রশ্ন-১০। অটো প্রভাবক কাকে বলে?
উত্তরঃ যদি কোন রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন কোন পদার্থ সেই বিক্রিয়ার জন্য প্রভাবক হিসেবে কাজ করে তখন সেই পদার্থকে অটো প্রভাবক বলে। যেমন: অম্লীয় অক্সালিক অ্যাসিডের (H₂C₂O₄) মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ( KMnO₄) যোগ করলে প্রথম দিকে বিক্রিয়ার গতি কম থাকে।
কিন্তু বিক্রিয়ায় কিছু Mn²+ তৈরি হওয়ার সাথে সাথে বিক্রিয়ার গতি দ্রুত বৃদ্ধি পায়। এক্ষেত্রে Mn²+ নিজেই প্রভাবক হিসেবে কাজ করে। এজন্য একে অটো প্রভাবক বলে।
আশা করি “কাগজের মূল রাসায়নিক উপাদান কি?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ