ষষ্ঠ অধ্যায় : ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা (হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা), ষষ্ঠ শ্রেণি- বিস্তারিত [2023]

ষষ্ঠ অধ্যায় : ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা (হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা), ষষ্ঠ শ্রেণি:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “ষষ্ঠ অধ্যায় : ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা (হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা), ষষ্ঠ শ্রেণি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ষষ্ঠ অধ্যায় : ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা (হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা), ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ অধ্যায় : ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা (হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা), ষষ্ঠ শ্রেণি

প্রশ্ন-১। সত্যকামের মায়ের নাম কি?
উত্তরঃ জবালা।

প্রশ্ন-২। ক্ষমা কিসের লক্ষণ?
উত্তরঃ মহত্ত্বের।

প্রশ্ন-৩। সত্য প্রকাশ করা কাদের জীবনের একমাত্র ব্রত?
উত্তরঃ মহাপুরুষদের।

প্রশ্ন-৪। গৌতমের আশ্রমে আসা বালকটির নাম কি ছিল?
উত্তরঃ সত্যকাম।

প্রশ্ন-৫। ঋষি কাকে বুকে টেনে আলিঙ্গন করলেন?
উত্তরঃ সত্যকামকে।

প্রশ্ন-৬। নৈতিক শিক্ষার প্রয়োজন কেন?
উত্তরঃ মানবিক মূল্যবোধ সৃষ্টির জন্য।

প্রশ্ন-৭। সত্যবাদিতা কাকে বলে?
উত্তরঃ গোপন না করে অকপটে সবকিছু প্রকাশ করাকে সত্যবাদিতা বলে।

প্রশ্ন-৮। নৈতিক শিক্ষা বলতে কী বোঝ?
উত্তরঃ 'নীতি' শব্দ থেকে 'নৈতিক' শব্দের উৎপত্তি। যে শিক্ষা দ্বারা মানুষের মনে নীতিবোধ জন্মে, কিছু আচার ও নিয়ম-কানুন আয়ত্ত হয়, তাকে নৈতিক শিক্ষা বলে। নৈতিক শিক্ষা ধর্মের অঙ্গ।

প্রশ্ন-৯। ধর্মের বাহ্য লক্ষণগুলো কি কি?
উত্তরঃ ধর্মের দশটি বাহ্য লক্ষণ রয়েছে। যথা- সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয়-সংযম, শুভবুদ্ধি, জ্ঞান, সত্য ও অক্রোধ।

আশা করি ষষ্ঠ অধ্যায় : ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা (হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা), ষষ্ঠ শ্রেণিএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন