তাশাহহুদ কি? তাশাহহুদের বাংলা ও আরবি উচ্চারণসহ অর্থ: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “তাশাহহুদ কি? তাশাহহুদের বাংলা ও আরবি উচ্চারণসহ অর্থ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
তাশাহহুদ কি? তাশাহহুদের বাংলা ও আরবি উচ্চারণসহ অর্থ
তাশাহহুদ হচ্ছে একটি দোয়া, যা আত্তাহিয়্যাতু নামেও পরিচিত। সালাতে দুই রাকাআতের পর এবং শেষ বৈঠকে তাশাহহুদ পড়তে হয়। দোয়াটির বাংলা ও আরবি উচ্চারণসহ অর্থ নিচে দেওয়া হলো।
বাংলা উচ্চারণ : আত্তাহিয়্যাতু লিল্লাহি, ওয়াস সালাওয়াতু, ওয়াত-তাইয়্যিবাতু, আস সালামু আলাইকা, আইয়্যুহান নাবিয়্যু, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আস সালামু আলাইনা, ওয়া আলা ইবাদিল্লাহিস-সালিহীন।
আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
অর্থ : আমাদের সব সালাম, শ্রদ্ধা, আমাদের সব নামাজ এবং সব পবিত্রতা একমাত্র আল্লাহর তায়ালার জন্য। হে নবি! আপনার প্রতি সালাম, আপনার উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হউক।
আমাদের ও আল্লাহর নেক বান্দাদের উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হউক।
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মাদ (স) আল্লাহর বান্দা এবং রাসুল।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে তাশাহহুদ কি? তাশাহহুদের বাংলা ও আরবি উচ্চারণসহ অর্থ বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।