অষ্টম অধ্যায় : স্থিতিবিদ্যা, একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ২য় পত্র [2023]

অষ্টম অধ্যায় : স্থিতিবিদ্যা, একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ২য় পত্র:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “অষ্টম অধ্যায় : স্থিতিবিদ্যা, একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ২য় পত্র” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

অষ্টম অধ্যায় : স্থিতিবিদ্যা, একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ২য় পত্র

অষ্টম অধ্যায় : স্থিতিবিদ্যা, একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ২য় পত্র

প্রশ্ন-১। স্থিতিবিদ্যা কাকে বলে?

উত্তরঃ গণিত শাস্ত্রের যে শাখায় কেবল স্থিতিশীল পদার্থের ওপর ক্রিয়ারত বলগুলোর বৈশিষ্ট্য ও গুণাবলি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে স্থিতিবিদ্যা (Statics) বলে।

প্রশ্ন-২। বলবিদ্যা কাকে বলে?

উত্তরঃ যে শাস্ত্রে কোন বস্তুর স্থিতি বা গতিশীল অবস্থা সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বলে।

প্রশ্ন-৩। বলবিদ্যা কয়টি অংশে বিভক্ত?

উত্তরঃ বলবিদ্যা দুইটি অংশে বিভক্ত। যথাঃ (১) স্থিতি বিদ্যা ও (২) গতিবিদ্যা।

প্রশ্ন-৪। ঘর্ষণ কী? (What is Friction?)

উত্তরঃ একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাঁধার উৎপত্তি হয়, এ বাঁধাকে ঘর্ষণ বলে।

প্রশ্ন-৫। ওজন কী? (What is Weight?)

উত্তরঃ পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে যে পরিমাণ আকর্ষণ বল দ্বারা টানে তাকে ঐ বস্তুর ওজন বলে। একে W দিয়ে প্রকাশ করা হয়।

প্রশ্ন-৬। ভর কী? (What is Mass?)

উত্তরঃ ভর হলো বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণ। একে m দিয়ে প্রকাশ করা হয়।

প্রশ্ন-৭. টান কাকে বলে?

উত্তর : কোনো বস্তুকে একটি রশি বা তার দ্বারা টানা হলে ঐ রশি বা তার বরাবর বস্তুটির উপর ক্রিয়াশীল বলকে টান বা ইংরেজিতে Tension বলে।

প্রশ্ন-৮। অংশক কাকে বলে?

উত্তরঃ যদি একটি বলকে বিভিন্ন দিকে একাধিক বলে এরূপভাবে বিভক্ত করা হয় যেন এদের লব্ধি প্রদত্ত বলগুলির সমান হয়, তবে বলগুলিকে প্রদত্ত বলের অংশক বা উপাংশ বলে।

প্রশ্ন-৯। সমবিন্দু বল কাকে বলে?

উত্তরঃ  এক বিন্দুগামী বলগুলোকে সমবিন্দু বল বলে। বল সমতলীয় হতে পারে, আবার নাও হতে পারে। তবে উল্লেখ করা না থাকলে বলগুলোকে সমতলীয় ধরা হয়।

প্রশ্ন-১০। লামির উপপাদ্যটি বর্ণনা কর।

উত্তরঃ লামির উপপাদ্য হচ্ছে– কোনো বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত তিনটি সমতলীয় বল সাম্যাবস্থায় থাকলে, তাদের প্রত্যেকটি বলের মান অপর দুইটির অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক।

প্রশ্ন-১১। লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা কি?

উত্তরঃ লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা হলো– কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি একতলীয় বলের প্রত্যেকটির মান অপর দুইটির ক্রিয়ারেখার অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হলে এবং কোনোটিই অপর দুইটির লব্ধির সমান না হলে, তারা সাম্যাবস্থা সৃষ্টি করবে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে অষ্টম অধ্যায় : স্থিতিবিদ্যা, একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ২য় পত্র বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন