মাইক্রোওয়েভ কি? মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “মাইক্রোওয়েভ কি? মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
মাইক্রোওয়েভ কি? মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য
মাইক্রোওয়েভ হলো হাই-ফ্রিক্যুয়েন্সি রেডিও ওয়েভ। 1 GHz বা তার চেয়ে বেশি ফ্রিক্যুয়েন্সিতে পাঠানাে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকে বলা হয় মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ ট্রান্সমিশন দু' ধরনের। যথাঃ–
ক. স্যাটেলাইট মাইক্রোওয়েভ,
খ.টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ|
মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য
মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সসিভার নিয়ে গঠিত। এর একটি সিগনাল ট্রান্সমিট করার কাজে এবং অন্যটি সিগনাল রিসিভ করার কাজে ব্যবহৃত হয়।
মাইক্রোওয়েভ সিস্টেমে ব্যবহৃত অ্যান্টিনা বড় কোন ভবন বা টাওয়ারের উপর বসানাে হয় যাতে সিগনাল বাধাহীনভাবে বেশি দূরত্বে পাঠানাে যায়।
মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে মাইক্রোওয়েভ কি? মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।