তাহারেই পড়ে মনে (সুফিয়া কামাল) কবিতার প্রশ্ন ও উত্তর [2023]

তাহারেই পড়ে মনে (সুফিয়া কামাল) কবিতার প্রশ্ন ও উত্তর:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “তাহারেই পড়ে মনে (সুফিয়া কামাল) কবিতার প্রশ্ন ও উত্তর” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

তাহারেই পড়ে মনে (সুফিয়া কামাল) কবিতার প্রশ্ন ও উত্তর

তাহারেই পড়ে মনে (সুফিয়া কামাল) কবিতার প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। কবি সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তরঃ কবি সুফিয়া কামাল ১৯১১ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কে লিখেছেন?

উত্তরঃ ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কবি সুফিয়া কামাল লিখেছেন।

প্রশ্ন-৩। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কত সালে প্রথম প্রকাশিত হয়?

উত্তরঃ ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ১৯৩৫ সালে প্রথম প্রকাশিত হয়।

প্রশ্ন-৪। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তরঃ ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রকাশিত হয়।

প্রশ্ন-৫। সুফিয়া কামালের স্বামীর নাম কী?

উত্তরঃ সুফিয়া কামালের স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন।

প্রশ্ন-৬. গঠনরীতির দিক থেকে 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কেমন?

উত্তর : গঠনরীতির দিক থেকে 'তাহারেই পড়ে মনে' কবিতাটি সংলাপনির্ভর।

প্রশ্ন-৭. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কয়টি চরিত্র রয়েছে?

উত্তর : 'তাহারেই পড়ে মনে' কবিতায় দুটি চরিত্র রয়েছে।

প্রশ্ন-৮. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির মন কীসে আচ্ছন্ন হয়ে যায়?

উত্তর : 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির মন রিক্ততার হাহাকারে আচ্ছন্ন হয়ে যায়।

প্রশ্ন-৯. কোন ঋতুর কারণে কবি রিক্ত ও বিষণ্ণ হয়ে আছেন?

উত্তর : শীত ঋতুর কারণে কবি রিক্ত ও বিষণ্ণ হয়ে আছেন।

প্রশ্ন-১০. কবি শীতকে কী রূপে কল্পনা করেছেন?

উত্তর : কবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।

প্রশ্ন-১১. ‘উন্মনা’ শব্দের অর্থ কি?

উত্তর : 'উন্মনা' শব্দের অর্থ অন্যমনস্ক।

প্রশ্ন-১২. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কী প্রকাশ পেয়েছে?

উত্তর : 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতি ও মানবমনের সম্পর্কের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে।

প্রশ্ন-১৩. 'তাহারেই পড়ে মনে' কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি?

উত্তর : 'তাহারেই পড়ে মনে' কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা।

প্রশ্ন-১৪. ‘পুষ্পারতি’ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর : ‘পুষ্পারতি’ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ফুলের বন্দনা অর্থে ব্যবহৃত হয়েছে।

প্রশ্ন-১৫. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কয়টি ঋতুর কথা বলা হয়েছে?

উত্তর : 'তাহারেই পড়ে মনে' কবিতায় দুটি ঋতুর কথা বলা হয়েছে।

প্রশ্ন-১৬. কে কবিকে বসন্ত-বন্দনা রচনা করতে বলেছেন?

উত্তর : কবিভক্ত কবিকে বসন্ত-বন্দনা রচনা করতে বলেছেন।

প্রশ্ন-১৭. ‘উত্তরী’ শব্দটির অর্থ কি?

উত্তর : ‘উত্তরী’ শব্দটির অর্থ চাদর বা উত্তরীয়।

প্রশ্ন-১৮. ‘কুঁড়ি’ শব্দটির ব্যুৎপত্তি নির্দেশ করো।

উত্তর : ‘কুঁড়ি’ শব্দটির ব্যুৎপত্তি হচ্ছে কোরক।

প্রশ্ন-১৯. বাতাবি নেবুর প্রসঙ্গ এসেছে কোন কবিতায়?

উত্তর : বাতাবি নেবুর প্রসঙ্গ এসেছে 'তাহারেই পড়ে মনে' কবিতায়।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় শীত ঋতুকে কীসের সাথে তুলনা করা হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর : ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় শীত ঋতুকে মাঘের সন্ন্যাসীর সাথে তুলনা করা হয়েছে।

শীত ঋতুতে চারদিকে রিক্ততার যে ছাপ পাওয়া যায় তাতে প্রকৃতিকে সন্ন্যাসীর মতো অলংকারহীন মনে হয়। 

কবি সুফিয়া কামাল তাঁর 'তাহারেই পড়ে মনে' কবিতায় শীতের রিক্ততা ও জরাজীর্ণতাকে বোঝাতে শীত ঋতুকে মাঘের সন্ন্যাসী বলে উল্লেখ করেছেন। 

শীত ঋতুতে চারদিকে পাতাবিহীন গাছের যে প্রাকৃতিক নান্দনিকতা তৈরি হয় তা দৃশ্যত সন্ন্যাসীর মতোই মনে হয়।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে তাহারেই পড়ে মনে (সুফিয়া কামাল) কবিতার প্রশ্ন ও উত্তর বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন