ত্রিভুজের উচ্চতা কাকে বলে? ত্রিভুজের উচ্চতা কয়টি?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ত্রিভুজের উচ্চতা কাকে বলে? ত্রিভুজের উচ্চতা কয়টি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ত্রিভুজের উচ্চতা কাকে বলে? ত্রিভুজের উচ্চতা কয়টি?
ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব দূরত্বকে ঐ ত্রিভুজের উচ্চতা বলে। ত্রিভুজের উচ্চতা তিনটি।
গণিত (Mathematics) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। বেগের অংশক কাকে বলে?
উত্তরঃ কোনো বেগের বিভিন্ন দিকে বিভাজিত অংশকে বেগের অংশক বলে।
প্রশ্ন-২। ক্রয়মূল্য কাকে বলে?
উত্তরঃ কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয়, তাকে ক্রয়মূল্য বলে।
প্রশ্ন-৩। বিক্রয়মূল্য কাকে বলে?
উত্তরঃ কোনো জিনিস যে মূল্যে বিক্রয় করা হয়, তাকে বিক্রয়মূল্য বলে।
প্রশ্ন-৪। রেখাচিত্র কাকে বলে?
উত্তরঃ তথ্যসমূহ চিত্তাকর্ষক ও সহজে বোঝার জন্য রেখার মাধ্যমে উপস্থাপিত চিত্রকে রেখাচিত্র বলে।
প্রশ্ন-৫। বলের ত্রিভুজ সূত্র কি?
উত্তরঃ বলের ত্রিভুজ সূত্র হলো– কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বলের মান ও দিক (অবস্থান নয়) যদি একইক্রমে গৃহীত কোনো ত্রিভুজের তিনটি বাহু দ্বারা সূচিত করা যায়, তবে তারা সাম্যাবস্থায় থাকবে।
প্রশ্ন-৬। জটিল সংখ্যা বা জটিল রাশি কি?
উত্তরঃ যদি a ও b বাস্তব সংখ্যা হয়, তবে a + ib আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বা জটিল রাশি বলে। a কে সংখ্যাটির বাস্তব অংশ এবং b কে কাল্পনিক অংশ বলে।
প্রশ্ন-৭। দশমিক বা দশগুণোত্তর প্রণালি কাকে বলে?
উত্তরঃ অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে সর্ব ডান দিকের সংখ্যাটি থেকে কোন অঙ্ক এক এক স্থান করে বামদিকে সরে গেলে তার মান উত্তরোত্তর দশগুণ করে বৃদ্ধি পায়- এভাবে দশমিকভিত্তিক অঙ্ক পাতনের বা সংখ্যা প্রকাশের প্রণালিকে দশমিক বা দশগুণোত্তর প্রণালি বলে।
প্রশ্ন-৮। স্বকীয় মান কাকে বলে?
উত্তরঃ কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তা অঙ্কের স্বকীয় মান।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ত্রিভুজের উচ্চতা কাকে বলে? ত্রিভুজের উচ্চতা কয়টি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।