কির্শফের প্রথম সূত্র চার্জের নিত্যতা সুত্রকে সমর্থন করে- ব্যাখ্যা করো: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “কির্শফের প্রথম সূত্র চার্জের নিত্যতা সুত্রকে সমর্থন করে- ব্যাখ্যা করো” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
কির্শফের প্রথম সূত্র চার্জের নিত্যতা সুত্রকে সমর্থন করে- ব্যাখ্যা করো
কির্শফের প্রথম সূত্রানুসারে, বৈদ্যুতিক বর্তনীর কোনো সংযোগ বিন্দু যেমন আধানের উৎস হিসেবে কাজ করে না, তেমনি ঐ সংযোগ বিন্দুতে আধান জমা বা সঞ্চিত হয় না।
যার ফলে, যে কোনো সংযোগ বিন্দুতে আগত মোট প্রবাহ ঐ বিন্দু থেকে নির্গত মোট প্রবাহের সমান হবে। অর্থাৎ আগত প্রবাহগুলোর যোগফল = নির্গত প্রবাহগুলোর যোগফল।
অর্থাৎ কির্শফের প্রথম সূত্র চার্জের নিত্যতা সূত্র সমর্থন করে ।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে কির্শফের প্রথম সূত্র চার্জের নিত্যতা সুত্রকে সমর্থন করে- ব্যাখ্যা করো বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।