টেফলন কি? চর্বি ও তেলের মধ্যে পার্থক্য কি [2023]

টেফলন  কি? চর্বি ও তেলের মধ্যে পার্থক্য কি?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “টেফলন  কি? চর্বি ও তেলের মধ্যে পার্থক্য কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

টেফলন  কি? চর্বি ও তেলের মধ্যে পার্থক্য কি?

টেফলন  কি?

টেফলন হচ্ছে এক ধরনের প্লাস্টিক। টেট্রাফ্লোরো ইথিনকে ফেনটন বিকারক (FeSO4 ও H2O2) এর উপস্থিতিতে উত্তপ্ত করলে পলিটেট্রাফ্লোরোইথিন (টেফলন) উৎপন্ন হয়। 

টেফলন খুবই নিষ্ক্রিয়, অদাহ্য, এসিড, ক্ষার ও জারক পদার্থের সাথে ক্রিয়াহীন, বিদ্যুৎ ও তাপ অপরিবাহী এবং অত্যন্ত শক্ত। এটি ননস্টিক ফ্রাই প্যান তৈরিতে, বৈদ্যুতিক ইনসুলেটর তৈরিতে ব্যবহার করা হয়।


চর্বি ও তেলের মধ্যে পার্থক্য কি?

যে সব স্নেহ পদার্থ কঠিন সেগুলোকে চর্বি বলে। অপরদিকে যে সব স্নেহ পদার্থ তরল সেগুলোকে তেল বলে। 

চর্বি হলো সম্পৃক্ত ফ্যাটি এসিড। আর তেল হলো অসম্পৃক্ত ফ্যাটি এসিড। সাধারণ তাপমাত্রায় চর্বি কঠিন অবস্থায় থাকে। অপরদিকে সাধারণ তাপমাত্রায় তেল তরল অবস্থায় থাকে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে টেফলন  কি? চর্বি ও তেলের মধ্যে পার্থক্য কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন