মূল কাকে বলে? | মূল কত প্রকার ও কি কি [2023]

মূল কাকে বলে? মূল কত প্রকার ও কি কি?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “মূল কাকে বলে? মূল কত প্রকার ও কি কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

মূল কাকে বলে? মূল কত প্রকার ও কি কি?

মূল কাকে বলে? 

উদ্ভিদের ভ্রূণমুকুল থেকে উৎপন্ন হয়ে যে অঙ্গটি মাটির নিচে বৃদ্ধি পায় তাকে মূল বলে।

মূল কত প্রকার ও কি কি?

আকৃতি দিক থেকে মূল চার প্রকার। যথা–

১। মুলাকৃতি মূল,

২। গাজরাকৃতি মূল,

৩। শালগমাকৃতি মূল এবং

৪। কন্দাকৃতি মূল।

নিচে সংক্ষেপে এদের বর্ণনা দেয়া হলো—

১। মুলাকৃতি মূল : এ ধরনের মূলগুলো সঞ্চয়ী, মোটা ও রসালো হয়। এই মূলের মধ্যভাগ মোটা এবং নিচের প্রান্ত ক্রমশ সরু হয়। খাদ্য সঞ্চয় করা এদের প্রধান কাজ। যেমন— মুলা।

২। গাজরাকৃতি মূল : খাদ্য সঞ্চয় করে বলে এ ধরনের মূলের উপরের দিক মোটা এবং নিচের দিক ক্রমশ সরু হয়। যেমন- গাজর।

৩। শালগমাকৃতি মূল : এ ধরনের মূলের উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার এবং নিচের অংশ হঠাৎ করে সরু হয়ে যায়। যেমন— শালগম।

৪। কন্দাকৃতি মূল : যে মূল খাদ্য সঞ্চয়ের ফলে কখনো কখনো মোটা হয় এবং এদের নির্দিষ্ট আকার-আকৃতি নেই, তাকে কন্দাকৃতি মূল বলে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে মূল কাকে বলে? মূল কত প্রকার ও কি কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন