কোড বলতে কী বোঝায়? [2023]

কোড বলতে কী বোঝায়?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “কোড বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

কোড বলতে কী বোঝায়?

কোড বলতে কী বোঝায়?

আমাদের প্রয়োজনীয় বা ব্যবহার্য প্রতিটি বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্ন ভিন্ন ভিন্নভাবে কম্পিউটারকে বোঝানোর জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে কোড (Code) বলে। 

William Sockley বলেন, “কম্পিউটার সংখ্যা, বর্ণ, বিভিন্ন ধরনের বিশেষ চিহ্ন নির্দেশ করার জন্য যেসব সংকেত ব্যবহৃত হয় সেগুলোকে কোড বলা হয়।”

বিভিন্ন প্রকার কোড : কম্পিউটারে ব্যবহার করা হয় এমন কিছু কোড নিচে তুলে ধরা হলো–

১. বিসিডি কোড (BCD code)

২. আসকি কোড (ACCII code)

৩. ইউনিকোড (Unicode)

৪. অকটাল কোড (Octal code)

৫. হেক্সাডেসিম্যাল কোড (Hexadecimal code)

৬. ইবিসিডিক কোড (EBCDIC code)

৭. আলফা নিউমেরিক কোড (Alphanumeric code)

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে কোড বলতে কী বোঝায়? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন