প্লটার কত প্রকার ও কি কি? | - বিস্তারিত [2023]

প্লটার কত প্রকার ও কি কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “প্লটার কত প্রকার ও কি কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

প্লটার কত প্রকার ও কি কি?

প্লটার কত প্রকার ও কি কি?

প্লটার দুই প্রকার। যথা-
১। ফ্লাট বেড প্লটার।
২। ড্রাম প্লটার।

(১) ফ্লাট বেড প্লটারঃ এ জাতীয় প্লটারের ওপর আনুভূমিকভাবে কাগজ স্থির করে রাখা হয়। এক্ষেত্রে X ও Y উভয় অক্ষ বরাবরই পেনটি সরতে পারে। প্রোগ্রামের নির্দেশমতো CPU পেনটি নিয়ন্ত্রণ করে থাকে, ফলে ছবি, গ্রাফ, ম্যাপ, নকশা প্রিন্ট হয়ে থাকে।

(২) ড্রাম প্লটারঃ এ জাতীয় প্লটারে একটি ঘূর্ণায়মান ড্রামের ওপর আনুভূমিকভাবে কাগজ জড়ানো থাকে। কাগজের ওপর জড়ানো পেন কেবল X অক্ষ বরাবরই যেতে পারে। ড্রামের ঘূর্ণনের জন্য কাগজ আগে পিছনে প্রয়োজনমতো সরতে পারে। এক্ষেত্রে সফটওয়্যারের নির্দেশমতো CPU পেনটি নিয়ন্ত্রণ করে এবং প্রয়োজনীয় ছবি আকা হয়ে থাকে।

আশা করি প্লটার কত প্রকার ও কি কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন