নোটবুক কম্পিউটার কি?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “নোটবুক কম্পিউটার কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
নোটবুক কম্পিউটার কি?
নোটবুক কম্পিউটার (Notebook computer) হচ্ছে ল্যাপটপ কম্পিউটার থেকে ছোট সহজে বহনযোগ্য এক ধরনের পার্সোনাল কম্পিউটার। নোটবুক কম্পিউটার এর ডিসপ্লে এলসিডি (LCD) হয়ে থাকে।
নোটবুক কম্পিউটারের দাম ল্যাপটপের চেয়ে কম। সাইজ কমাতে গিয়ে এগুলোর কীবোর্ড, স্ক্রিন ছোট করা হয়েছে এবং অপটিক্যাল ড্রাইভ বাদ দেয়া হয়েছে।
এর পর্দার সাইজ ৫-১২ ইঞ্চি এর মধ্যে এবং ওজন ১ কেজির (২-৩ পাউন্ড) এর মধ্যে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে নোটবুক কম্পিউটার কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।