স্মার্ট কার্ড কি? স্মার্ট কার্ডের ব্যবহার: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “স্মার্ট কার্ড কি? স্মার্ট কার্ডের ব্যবহার” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
স্মার্ট কার্ড কি? স্মার্ট কার্ডের ব্যবহার
স্মার্ট কার্ড (Smart card) হচ্ছে পকেট সাইজের সার্কিটযুক্ত কার্ড। স্মার্ট কার্ডে ভলেটাইল মেমোরি এবং মাইক্রোপ্রসেসর কম্পোনেন্ট থাকে।
এটি বিশেষ ধরনের প্লাস্টিকের দ্বারা তৈরি। এতে শক্তিশালী সিকিউরিটি অথেনটিকেশন যুক্ত করা যায়।
স্মার্ট কার্ডের মাধ্যমে সণাক্তকরণ (identification), বিশুদ্ধতা প্রমাণকরণ (authentication), ডেটা সংরক্ষণ এবং এপ্লিকেশন প্রসেসিং করা যায়। স্মার্ট কার্ডের উপকারিতা এর মধ্যে যুক্ত প্রোগ্রামের উপর নির্ভর করে। ব্যাংকিং, মেডিকেল তথ্য, ড্রাইভার লাইসেন্স, ক্লাবের মেম্বারশিপ ইত্যাদিতে স্মার্ট কার্ড ব্যবহার করা হয়।
স্মার্ট কার্ডের সকল ডেটা একটি কেন্দ্রীয় ডেটাবেজে সংরক্ষণ করা যায়। বর্তমানে উন্নত দেশগুলোতে স্মার্ট কার্ডের ব্যাপক ব্যবহার দেখা যায়।
অফিসে ঢুকতে একসিস কন্ট্রোল, এয়ার লাইসেন্সের টিকেট বুকিং, হোটেলে নিজস্ব কামরার দরজা খোলা, বিল পেমেন্ট করা ইত্যাদি কাজে স্মার্ট ব্যবহৃত হচ্ছে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে স্মার্ট কার্ড কি? স্মার্ট কার্ডের ব্যবহার বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।