থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে?
যে সকল প্লাস্টিককে তাপ প্রয়োগ করলে নরম ও গলে যায় এবং শীতল করলে পুনরায় পূর্বের মত কঠিন হয়ে যায়। এই প্রক্রিয়া বার বার করা যায়। এই ধরনের প্লাস্টিককে থার্মোপ্লাস্টিক বলে।
আবার কিছু প্লাস্টিক আছে যাদের প্রস্তুত করার সময় প্রথম বারের মত তরল থেকে শীতল করে কঠিন করা যায়।
পুনরায় আর গলানো যায় না। এদের থার্মোসেটিং প্লাস্টিক বলে। এরা ক্রস-লিংক জটিল পলিমার।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।