তড়িৎদ্বার বিভব কাকে বলে? জারণ ও বিজারণ তড়িৎদ্বার বিভবের মধ্যে পার্থক্য কি?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “তড়িৎদ্বার বিভব কাকে বলে? জারণ ও বিজারণ তড়িৎদ্বার বিভবের মধ্যে পার্থক্য কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
তড়িৎদ্বার বিভব কাকে বলে?
কোন ধাতব দণ্ড এর নিজস্ব আয়ন সমন্বিত তড়িৎবিশ্লেষ্য দ্রবণের সংস্পর্শে আসার ফলে যদি জারণ বা বিজারণ বিক্রিয়া সংঘটিত হতে শুরু করে তাহলে ঐ ধাতব পদার্থের পৃষ্ঠতল ও দ্রবণের সংযোগস্থলের দুই বিপরীত আধানজনিত দ্বিস্তর গঠনের মাধ্যমে যে তড়িৎ বিভবের সৃষ্টি হয়, তাকে তড়িৎদ্বার বিভব বলে।
জারণ ও বিজারণ তড়িৎদ্বার বিভবের মধ্যে পার্থক্য কি?
জারণ তড়িৎদ্বার বিভব ও বিজারণ তড়িৎদ্বার বিভবের মধ্যে পার্থক্য নিম্নরূপ :
জারণ অর্ধকোষ অ্যানোড ও দ্রবণের সংযোগস্থলে ইলেকট্রন ত্যাগের প্রবণতার ফলে এক ধরনের বিভব পার্থক্যের সৃষ্টি হয়, একে জারণ তড়িৎদ্বার বিভব বলা হয়।
অন্যদিকে বিজারণ অর্ধকোষ যেখানে ক্যাথোড ও দ্রবণের সংযোগস্থলে ইলেকট্রন গ্রহণের প্রবণতার ফলে এক ধরনের বিভব পার্থক্যের সৃষ্টি হয়, একে বিজারণ তড়িৎদ্বার বিভব বলা হয়।
ধাতুর জারণ তড়িৎদ্বার বিভবের মান যতো বেশি হবে ধাতু ততো অ্যানোড হিসেবে কাজ করে।
অন্যদিকে বিজারণ বিভবের মান যতো বেশি হবে ধাতুটি ততো ক্যাথোড হিসেবে কাজ করবে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে তড়িৎদ্বার বিভব কাকে বলে? জারণ ও বিজারণ তড়িৎদ্বার বিভবের মধ্যে পার্থক্য কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।