সমসত্ব ও অসমসত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য কি? [2023]

সমসত্ব ও অসমসত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য কি?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “সমসত্ব ও অসমসত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সমসত্ব ও অসমসত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য কি?

সমসত্ব ও অসমসত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য কি?

  • যে সমস্ত মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটিকে অন্যটি থেকে সহজে আলাদা করা যায় না, তাদেরকে সমসত্ত্ব মিশ্রণ বলে। অপরদিকে, যে সকল মিশ্রণে উপাদানসমূহ সুষমভাবে বণ্টিত থাকে না এবং একটিকে অন্যটি থেকে সহজেই আলাদা করা যায়, তাদেরকে অসমসত্ত্ব মিশ্রণ বলে।
  • সমসত্ব মিশ্রণের সকল অংশে তার উপাদানসমূহ একই অনুপাতে বিদ্যমান থাকে। অপরদিকে, অসমসত্ব মিশ্রণের বিভিন্ন অংশে তার উপাদানসমূহ বিভিন্ন অনুপাতে থাকে।
  • সমসত্ব মিশ্রণে উপাদানসমূহের পৃথক অস্তিত্ব সহজে বোঝা যায় না। কিন্তু, অসমসত্ব মিশ্রণে উপাদানসমূহের পৃথক অস্তিত্ব সহজে বোঝা যায়।
  • সমসত্ব মিশ্রণের সকল অংশে একই ধর্ম বিদ্যমান থাকে। অপরদিকে, অসমসত্ব মিশ্রণের সকল অংশ বিভিন্ন ধর্ম প্রদর্শন করে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে সমসত্ব ও অসমসত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন