পেন ড্রাইভ কাকে বলে? পেনড্রাইভ কি ধরনের ডিভাইস?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “পেন ড্রাইভ কাকে বলে? পেনড্রাইভ কি ধরনের ডিভাইস?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
পেন ড্রাইভ কাকে বলে? পেনড্রাইভ কি ধরনের ডিভাইস?
বর্তমানে কম্পিউটারের মাদারবোর্ডের ইউএসবি পোর্টে লাগিয়ে সহজে তথ্য লেখা ও পড়ার যে সহায়ক স্মৃতি মাধ্যম ব্যবহার প্রচলন হচ্ছে তাকে পেন ড্রাইভ (Pen Drive) বলে।
এটি অত্যন্ত হালকা ও সহজে বহনযোগ্য স্মৃতি মাধ্যম। পেন ড্রাইভ দেখতে অনেকটা কলমের মতো এবং এজন্যই এর নামকরণ করা হয়েছে পেন ড্রাইভ।
এর মাধ্যমে খুব সহজেই ডাটা আদান-প্রদান করা যায়। বর্তমানে 1GB, 2GB, 4GB, 8GB থেকে 16GB পর্যন্ত পেন ড্রাইভ ব্যবহৃত হচ্ছে।
আশা করি “পেন ড্রাইভ কাকে বলে? পেনড্রাইভ কি ধরনের ডিভাইস?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ