ক্লাচ কাকে বলে? ক্লাচের কাজ কি?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ক্লাচ কাকে বলে? ক্লাচের কাজ কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ক্লাচ কাকে বলে? ক্লাচের কাজ কি?
একটি চালিত শ্যাফটকে অন্য আরেকটি চালক শ্যাফটের সাথে ইচ্ছামাফিক সংযােজন ও বিচ্ছিন্ন করার জন্য যে যান্ত্রিক অংশ ব্যবহার করা হয় তাকে ক্লাচ (Clutch) বলে।
ক্লাচের কাজ
- চালনার উৎসকে বন্ধ না করে কোন মেশিন বা ঘূর্ণায়মান যান্ত্রিক অংশসমূহকে ইচ্ছামাফিক চালু অথবা বন্ধ করতে ব্যবহার করা হয়।
- কোন যান্ত্রিক অংশের ধ্রুব গতি, টর্ক বা শক্তি সংরক্ষণে কাজ করে।
- যান্ত্রিক অংশসমূহকে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন, দ্রুত চালু, বন্ধ বা ক্রমশ চালু করতে ব্যবহৃত হয়।
- চালক ও চালিত শ্যাফটের মধ্যে পারিবহনজনিত ধাক্কা কমাতে ব্যবহার করা যায়।
- টর্ক সীমিতকরণের কাজে ব্যবহার করা যায়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ক্লাচ কাকে বলে? ক্লাচের কাজ কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।