মুস্তাহাব কাকে বলে? কাদরের রাতের ইবাদত উত্তম কেন?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “মুস্তাহাব কাকে বলে? কাদরের রাতের ইবাদত উত্তম কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
মুস্তাহাব কাকে বলে? কাদরের রাতের ইবাদত উত্তম কেন?
যে সকল এবাদত হযরত মুহাম্মদ (সঃ) ও তাঁর সাহাবাগণ ভালো জেনে কোন কোন সময় পালন করেছেন এবং কখনো কখনো করে নাই, তাকে মুস্তাহাব বলে। মুস্তাহাব আদায় করলে সওয়াব হয়, না করলে গুনাহ হয় না।
যেমন : প্রতি আরবি মাসের প্রথম ও শেষ বৃহস্পতিবার রোজা রাখা, ঈদুল ফিতর নামাজের আগে কিছু মিষ্টি খাওয়া, ডান দিক হতে অযু আরম্ভ করা, অজুতে ঘার মাসেহ করা, রাসূল (সঃ) নাম শুনিলে চোখে চুমা খাওয়া ইত্যাদি।
কাদরের রাতের ইবাদত উত্তম কেন?
কাদরের রাত রমযান মাসের ২০ তারিখের পর যেকোনো বেজোড় রাত। এই রাত সম্পর্কে কুরআনে বলা হয়েছে ‘কাদরের রাত হাজার রাতের চেয়ে উত্তম।’
এই রাতে ইবাদত করলে হাজার রাতের ইবাদত করার চেয়ে উত্তম সওয়াব পাওয়া যাবে। তাই কাদরের রাতের ইবাদত উত্তম।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে মুস্তাহাব কাকে বলে? কাদরের রাতের ইবাদত উত্তম কেন? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।