তরল পদার্থ কাকে বলে? তরল পদার্থের বৈশিষ্ট্য কি কি?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “তরল পদার্থ কাকে বলে? তরল পদার্থের বৈশিষ্ট্য কি কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
তরল পদার্থ কাকে বলে? তরল পদার্থের বৈশিষ্ট্য কি কি?
যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, ওজন আছে এবং জায়গা দখল করে কিন্তু নির্দিষ্ট আকার বা আকৃতি নেই তাকে তরল পদার্থ (Liquid matter) বলে।
তরল পদার্থের বৈশিষ্ট্য
তরল পদার্থের বৈশিষ্ট্যগুলো নিচে তুলে ধরা হলোঃ
- তরল পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন পদার্থের থেকে কম।
- তরল পদার্থের অণুসমূহ কিছুটা দূরে দূরে অবস্থান করে।
- তরল পদার্থের অণুগুলোর কম্পন, আবর্তন ও স্থানান্তর গতি কঠিন পদার্থের চেয়ে বেশি, কিন্তু গ্যাসীয় পদার্থের থেকে কম।
- তরল পদার্থের দৃঢ়তা কঠিন পদার্থ থেকে কম।
- তরল পদার্থ চাপে সামান্য সংকুচিত হয়।
- তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই।
- তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে।
- তাপমাত্রা বৃদ্ধির সাথে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে তরল পদার্থ কাকে বলে? তরল পদার্থের বৈশিষ্ট্য কি কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।