এসিড-ক্ষার নির্দেশক কাকে বলে? এসিড-ক্ষার নির্দেশকের উদাহরণ [2023]

এসিড-ক্ষার নির্দেশক কাকে বলে? এসিড-ক্ষার নির্দেশকের উদাহরণ:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “এসিড-ক্ষার নির্দেশক কাকে বলে? এসিড-ক্ষার নির্দেশকের উদাহরণ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

এসিড-ক্ষার নির্দেশক কাকে বলে? এসিড-ক্ষার নির্দেশকের উদাহরণ

এসিড-ক্ষার নির্দেশক কাকে বলে? এসিড-ক্ষার নির্দেশকের উদাহরণ

যেসব পদার্থ তাদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে এসিড-ক্ষার বিক্রিয়ার সমাপ্তি বা প্রশমন বিন্দু নির্দেশ করে তাদের এসিড-ক্ষার নির্দেশক বলে। 

এগুলি সাধারণত অতি দুর্বল জৈব এসিড বা জৈব ক্ষার জাতীয় পদার্থ। নির্দেশকগুলির বর্ণ এসিড দ্রবণে এক রকম, ক্ষার দ্রবণে আর এক রকম। 

এসিড ক্ষারের প্রশমনে উদ্ভূত পদার্থের সংস্পর্শে অন্য রকম হয়। আয়নিক অবস্থায় এদের বর্ণ অআয়নিত অবস্থায় বর্ণ অপেক্ষা ভিন্ন হয়।

উদাহরণঃ মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনলফথ্যালিন, ব্রোমোথাইমল ব্লু, ফেনল রেড ইত্যাদি।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে এসিড-ক্ষার নির্দেশক কাকে বলে? এসিড-ক্ষার নির্দেশকের উদাহরণ বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন