রসায়ন শিল্প কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “রসায়ন শিল্প কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
রসায়ন শিল্প কাকে বলে?
যে শিল্পে বিভিন্ন রাসায়নিক কর্মকাণ্ড করা হয়, তাকে রসায়ন শিল্প বলে।
রসায়ন (Chemistry) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। মূলক কাকে বলে?
উত্তরঃ চার্জযুক্ত পরমাণু বা পরমাণুগুচ্ছকে মূলক বলে। যেমনঃ O²-; K+; SO₄²- ইত্যাদি।
প্রশ্ন-২। স্থূল সংকেতের তাৎপর্য কি?
উত্তরঃ স্থূল সংকেতের তাৎপর্য।কোন যৌগ কি কি মৌল দ্বারা গঠিত তা স্থূল সংকেতের সাহায্যে জানা যায়।কোন যৌগে বিদ্যামান মৌল সমূহের পরমাণুর সংখ্যার অনুপাত জানা যায়।
প্রশ্ন-৩। বিক্রিয়ক কাকে বলে?
উত্তরঃ কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থসমূহকে বিক্রিয়ক বলে।
প্রশ্ন-৪। পরিমাণগত তাৎপর্য কাকে বলে?
উত্তরঃ যে তাৎপর্যের মাধ্যমে কোন রাসায়নিক সমীকরণের পরিমাণগত বৈশিষ্ট্য বা তথ্য জানা যায় তাকে পরিমাণগত তাৎপর্য বলে।
প্রশ্ন-৫। গুণগত তাৎপর্য কাকে বলে?
উত্তরঃ যে তাৎপর্যের সাহায্যে কোন রাসায়নিক সমীকরণের শুধু গুণগত বৈশিষ্ট্য বা তথ্য জানা যায় তাকে গুণগত তাৎপর্য বলে। এই তাৎপর্যের সাহায্যে রাসায়নিক সমীকরণ হতে বিক্রিয়ক ও উৎপাদ সমূহের নাম জানা যায়।
প্রশ্ন-৬। নিষ্ক্রিয় মৌল কাকে বলে?
উত্তরঃ যে সব মৌলের সর্ববহিঃস্থ শক্তিস্তরে ৮টি ইলেকট্রন পূর্ণ থাকে তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলে।
প্রশ্ন-৭। মৌলের যোজনী কখন শূন্য হয়?
উত্তরঃ কোন মৌল যখন যৌগ গঠন না করে একক অবস্থায় থাকে তখন তার যোজনী শূন্য হয়। কারণ কোন মৌলের যৌগ গঠন করার ক্ষমতাই হলো ঐ মৌলের যোজনী।
আশা করি “রসায়ন শিল্প কাকে বলে?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ