AlCl3 একটি লুইস অম্ল ব্যাখ্যা করাে [২০২৩]

AlCl3 একটি লুইস অম্ল ব্যাখ্যা করাে:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “AlCl3 একটি লুইস অম্ল ব্যাখ্যা করাে” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

AlCl3 একটি লুইস অম্ল ব্যাখ্যা করাে [২০২৩]

AlCl3 একটি লুইস অম্ল ব্যাখ্যা করাে

লুইস তত্ত্বানুসারে অল্প হলাে এমন একটি যৌগ বা আয়ন যা একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করে। AlCl3 একটি লুইস এসিড। কারণ এ যৌগটি মুক্তজোড় ইলেকট্রন গ্রহণে সক্ষম। যৌগটির গঠন হতে দেখা যায়, কেন্দ্রীয় পরমাণুর অষ্টক পূর্ণ হয়নি। অর্থাৎ এর গঠনে এক জোড়া ইলেকট্রনের ঘাটতি রয়েছে। এ কারণে AlCl3 এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে বলেই এটি অম্লধর্মী হয়।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে AlCl3 একটি লুইস অম্ল ব্যাখ্যা করাে বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন