উলফ বোতল কি?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “উলফ বোতল কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
উলফ বোতল কি?
উলফ বোতল একটি কাচের মোটা বোতল যার দুটি মুখ আছে। গ্যাস প্রস্তুত করতে এটি ব্যবহার করা হয়। আবিষ্কারকের নাম অনুসারে এই বোতলের নাম উলফ বোতল রাখা হয়েছে।
রসায়ন (Chemistry) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। জেট ইঞ্জিনে জ্বালানি হিসাবে কী ব্যবহৃত হয়?
উত্তর : জেট ইঞ্জিনে জ্বালানি হিসাবে কেরোসিন ব্যবহৃত হয়।
প্রশ্ন-২। উড়োজাহাজ তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয়?
উত্তর : উড়োজাহাজ তৈরিতে অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহৃত হয়।
প্রশ্ন-৩। অম্লমিতি-ক্ষারমিতি কাকে বলে?
উত্তরঃ এসিড ক্ষারকের আয়তনিক বিশ্লেষণের মাধ্যমে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে অম্লমিতি-ক্ষারমিতি বলে।
প্রশ্ন-৪। ট্রাইট্রেশনে কীভাবে শেষ বিন্দু নির্ণীত হয়?
উত্তরঃ ট্রাইট্রেশনে দুটি বিপরীতধর্মী পদার্থের (এসিড-ক্ষারক, জারক-বিজারক ইত্যাদি) মধ্যে সংখ্যানুপাতে বিক্রিয়া ঘটিয়ে শেষ বিন্দু নির্ণয় করা হয়।
প্রশ্ন-৫। মেজারিং সিলিন্ডার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
উত্তরঃ বিভিন্ন আয়তনের তরল দ্রব্য পরিমাপের জন্য মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয়।
প্রশ্ন-৬। কোন ক্ষেত্রে ব্যুরেট ব্যবহৃত হয়?
উত্তরঃ মাত্রিক আয়তনিক বিশ্লেষণে ব্যুরেট ব্যবহৃত হয়।
প্রশ্ন-৭। সমাণু কাকে বলে?
উত্তরঃ একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট অণুসমূহকে পরস্পরের সমাণু বলে।
প্রশ্ন-৮। Lead এর ল্যাটিন নাম কি?
উত্তরঃ Lead এর ল্যাটিন নাম Plumbum.
প্রশ্ন-৯। Zirconium নাম কোন ভাষা থেকে নেয়া হয়েছে?
উত্তরঃ Zirconium নাম আরবী ভাষা থেকে নেয়া হয়েছে।
আশা করি “উলফ বোতল কি?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ