কারখানা গৃহে আলো বাতাস সঞ্চালনের প্রয়োজনীয়তা?: প্রিয় পাঠক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই কারখানা গৃহে আলো বাতাস সঞ্চালনের প্রয়োজনীয়তা? পোস্টে। আশা করি আপনারা এই পোস্টটি পড়ে কিছুটা হলেও লাভবান হবেন বলে আমাদের বিশ্বাস।
আপনারা যদি আমাদের কারখানা গৃহে আলো বাতাস সঞ্চালনের প্রয়োজনীয়তা? পোস্টটি পড়ে এতটুকুও উপকৃত হন তবেই আমাদের কষ্ট সার্থক হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের বিষয়ে আলোচনা করা যাক।
কারখানা গৃহে আলো বাতাস সঞ্চালনের প্রয়োজনীয়তা?
কারখানা গৃহে পর্যাপ্ত আলো বাতাস সঞ্চালনের প্রয়োজনীয়তা রয়েছে৷ কারখানা গৃহে পর্যাপ্ত দরজা জানালা রাখতে হবে৷ এছাড়া ভেন্টিলেটরের ব্যবস্থা রাখতে হবে যাতে কারখানা অভ্যন্তরের কার্যস্থলে প্রচুর আলো বাতাস প্রবেশ করতে পারে৷ এজন্য জানালা এবং ভেন্টিলেটর এমনভাবে স্থাপন করতে হবে যাতে এক দিক হতে বাতাস প্রবেশ করে আরেক দিক দিয়ে বের হয়ে যেতে পারে৷ এ রকম পদ্ধতিতে দরজা জানালা এবং ভেন্টিলেটর স্থাপন করাকে ক্রস ভেন্টিলেশন পদ্ধতি বলে৷
কারখানা গৃহে পর্যাপ্ত আলো বাতাস সঞ্চালনের ব্যবস্থা থাকলে শ্রমিক কর্মীদের স্বাস্থ্য মনোবল ও কর্মক্ষমতার প্রবৃদ্ধিতে সহায়ক হয়৷ আলো বাতাসের অভাবে শ্রমিক কর্মীদের কর্মক্ষমতা লোপ পায় স্বাস্থ্য নষ্ট হয়ে যায়৷ কারখানা গৃহে আলো বাতাস সঞ্চালনের প্রাকৃতিক ব্যবস্থা রক্ষা করে গৃহ নির্মাণ পরিকল্পনা করা প্রয়োজন৷ অবশ্য কৃত্রিম আলোর ব্যবস্থা ও শীতাতপ নিয়ন্ত্রণ করে শ্রমিক কর্মীদের কর্মক্ষমতা বৃদ্ধি করা যায় বটে তবে এ ধরনের কৃত্রিম ব্যবস্থা ব্যয়বহুল৷
আর তাছাড়া সবরকম উৎপাদন ব্যবস্থা উৎপাদন প্রক্রিয়ার কৃত্রিম পরিবেশ উপযোগী হয় না কোন কোর কারখানায় কৃত্রিম ব্যবস্থা একেবারেই উপযোগী নয়৷ সেজন্য সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে প্রাকৃতিক উপায়ে কীভাবে কারখানা গৃহে আলো বাতাস সঞ্চালনের ব্যবস্থা নেয়া যায় তার প্রতি দৃষ্টি রেখেই কারখানা গৃহ নির্মাণ পরিকল্পনা করা প্রয়োজন৷ তাহলে উৎপাদন ব্যয় কম হয় এবং উৎপাদিত দ্রব্যের মূল্য কম পড়ে৷
তো বন্ধুরা আশা করি আমাদের এই পোস্টটি আপনাদের মনোপুত হয়েছে। ‘কারখানা গৃহে আলো বাতাস সঞ্চালনের প্রয়োজনীয়তা?’ এরকম আরো বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমাদের সাথেই থাকবেন বলে আশা করি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে শুভ বিদায়।
Tags:
Textile