জিংকের সাথে লঘু নাইট্রিক এসিডের বিক্রিয়া: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “জিংকের সাথে লঘু নাইট্রিক এসিডের বিক্রিয়া” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
জিংকের সাথে লঘু নাইট্রিক এসিডের বিক্রিয়া
জিংকের সাথে শীতল ও লঘু নাইট্রিক এসিড বিক্রিয়া করে জিংক নাইট্রেট নাইট্রাস অক্সাইড(N₂O) ও পানি উৎপন্ন করে।
4Zn +10HNO₃ ----->4Zn(NO₃)₂ + N₂O + 5H₂O
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে জিংকের সাথে লঘু নাইট্রিক এসিডের বিক্রিয়া বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”