টাইটেনিয়াম শনাক্তকরণে সিক্ত পরীক্ষা: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “টাইটেনিয়াম শনাক্তকরণে সিক্ত পরীক্ষা” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
টাইটেনিয়াম শনাক্তকরণে সিক্ত পরীক্ষা
১. ঠাণ্ডা অবস্থায় টাইটেনিক সালফেট [Ti(SO₄)₂] দ্রবণে কস্টিক পটাশ যোগ করলে জিলেটিন জাতীয় অধঃক্ষেপ হিসাবে অর্থ টাইটেনিক এসিড [Ti(OH)₄] উৎপন্ন হয়। ইহা অধিক পরিমাণে অদ্রবণীয়, কিন্তু খনিজ এসিডে দ্রবণীয়।
Ti(SO₄)₂ +4KOH -----> Ti(OH)₄ +2K₂SO₄
কিন্তু গরম দ্রবনে মেটা টাইটেনিক এসিড (Ti(OH)₂O) অধঃক্ষিপ্ত হয়।
Ti(SO₄)₂ + 4KOH ------> Ti(OH)₂O +2K₂SO₄ + H₂O
২. টাইটেনিয়াম লবণের অম্লীয় দ্রবণে Zn বা Sn যোগ করলে বেগুনি রংয়ের TiCl₃ দ্রবণ পাওয়া যায়।
TiCl₄ + [H] ------> TiCl₃ + HCl