রেখা কাকে বলে? [২০২৩] | রেখা কত প্রকার ও কি কি? | রেখার ব্যবহার | রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য কি?

রেখা কাকে বলে? কত প্রকার ও কি কি?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “রেখা কাকে বলে? কত প্রকার ও কি কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

রেখা কাকে বলে? [২০২৩] | রেখা কত প্রকার ও কি কি? | রেখার ব্যবহার | রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য কি?

রেখা কাকে বলে? 

যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ বা উচ্চতা নেই তাকে রেখা (Line) বলে।

অসীম দৈর্ঘ্য বলতে বুঝায়, রেখার দৈর্ঘ্য উভয়দিকে অসীম পর্যন্ত ক্রমবর্ধমান। তাই রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এটি সোজা দৈর্ঘ্য বরাবর উভয়দিকে অসীম পর্যন্ত চলমান। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই বলে রেখাকে ইচ্ছামত উভয় দিক বরাবর বাড়ানো যায়।

কত প্রকার ও কি কি?

রেখা প্রধানত দুই প্রকার। যথা -

১। সরলরেখা (Straight Line)

২। বক্ররেখা (Curved Line)।

১। সরলরেখাঃ একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি কোন প্রকার দিকের পরিবর্তন না হয় তবে তাকে সরলরেখা (Straight Line) বলে।

২। বক্ররেখাঃ একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি দিক পরিবর্তন হয় তবে তাকে বক্ররেখা (Curved Line) বলে।

রেখার ব্যবহার

রেখার সাহায্যে বিভিন্ন ধরনের জ্যামিতিক আকার তৈরি করা যায়। যেমন: সরলরেখার সাহায্যে ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক, পঞ্চভুজ, ষড়ভুজ ইত্যাদি তৈরি করা যায়। আবার বক্ররেখার সাহায্যে তৈরি করা যায় বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, ইত্যাদি।

চিত্রকলাতেও রেখার ব্যবহার উল্লেখযোগ্য। বিভিন্ন ধরনের রেখার ব্যবহারে শিল্পীরা তৈরি করেন তাদের নিজস্ব রেখাচিত্র।

রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য কি?

রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

রেখা

রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই।

রেখার প্রান্তবিন্দু নেই।

কোনো সমতলে রেখা যেকোনো দিকে অসীম পর্যন্ত বিস্তৃত।

রেখাংশ

রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে।

রেখার দুইটি প্রান্তবিন্দু আছে।

কোনো সমতলে রেখাংশ সসীম পর্যন্ত বিস্তৃত।

অনুশীলনী

১। রেখার কি প্রস্থ আছে?

উত্তর : রেখার কেবল অসীম দৈর্ঘ্য আছে, এর কোন প্রস্থ বা বেধ নেই।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে রেখা কাকে বলে? কত প্রকার ও কি কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন