উদ্যোগ কি? উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কি?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “উদ্যোগ কি? উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
উদ্যোগ কি?
কোনো কাজ করার উদ্দেশ্যে দৃঢ় ইচ্ছা পোষণ করার নামই উদ্যোগ। উদ্যোগ শব্দটি ব্যাপক তাৎপর্য বহন করে। শুধু ইচ্ছা পোষণ করলেই হয় না, সে ইচ্ছাকে পূর্ণতা দান করতে হলে ঝুঁকি বহনের মনোবৃত্তিও থাকতে হয়। তাই মুনাফা লাভের প্রত্যাশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি গ্রহণ করে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের প্রাথমিক প্রচেষ্টাকে ব্যবসায় উদ্যোগ বলে।
উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কি?
উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য নিম্নরূপ–
উদ্যোগ
- যেকোনো কাজের প্রচেষ্টাকে উদ্যোগ বলে।
- উদ্যোগে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকা বাধ্যতামূলক নয়
ব্যবসায় উদ্যোগ
- মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে ব্যবসায় স্থাপনকে ব্যবসায় উদ্যোগ বলে।
- ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন।
উদাহরণঃ মুদি দোকান স্থাপন করা একটি ব্যবসায় উদ্যোগ।
১। ঝুঁকি বলতে কি বুঝায়? ব্যবসায় উদ্যোগের সাথে ঝুঁকির সম্পর্ক কি?
২। শিল্প উদ্যোগ কাকে বলে? What is Entrepreneurship in Bengali?
৩। কেস স্টাডি কি? What is Case study in Bengali?
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে উদ্যোগ কি? উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।