শ্বেত ফসফরাস ও লোহিত ফসফরাস এর মধ্যে পার্থক্য কি? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “শ্বেত ফসফরাস ও লোহিত ফসফরাস এর মধ্যে পার্থক্য কি? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
শ্বেত ফসফরাস ও লোহিত ফসফরাস এর মধ্যে পার্থক্য কি?
শ্বেত ফসফরাস ও লোহিত ফসফরাস এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
১. শ্বেত ফসফরাস মোমের মত নরম।কিন্তু, লোহিত ফসফরাস অদানাদার গুড়া পদার্থ।
২. শ্বেত ফসফরাস এর গন্ধ রসুনের মতো। অপরদিকে, লোহিত ফসফরাস গন্ধহীন।
৩. শ্বেত ফসফরাস অত্যন্ত সক্রিয়। কিন্তু লোহিত ফসফরাস কম সক্রিয়।
৪. শ্বেত ফসফরাস উত্তপ্ত ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে ফসফিন উৎপন্ন করে।
লোহিত ফসফরাস ক্ষারের সাথে কোন বিক্রিয়া করে না।
৫. শ্বেত ফসফরাস কক্ষ তাপমাত্রায় অস্থায়ী। ধীরে ধীরে লোহিত ফসফরাসে পরিণত হয়।
কিন্তু লোহিত ফসফরাস সাধারণ তাপমাত্রায় স্থায়ী।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে শ্বেত ফসফরাস ও লোহিত ফসফরাস এর মধ্যে পার্থক্য কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।