মৌলিক কণিকা বা মূল কণিকা কি: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “মৌলিক কণিকা বা মূল কণিকা কি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
মৌলিক কণিকা বা মূল কণিকা কি
যেসব অতিসূক্ষ কণিকা যা মূল উপাদান হিসেবে বিভিন্ন পরমাণুতে উপস্থিত থাকে অর্থাৎ যেসব অতিক্ষুদ্র কনিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মৌলিক কণিকা বা মূল কণিকা বলে।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে মৌলিক কণিকা বা মূল কণিকা কি বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”