MrJazsohanisharma

সাম্যবস্থায় ঘনমাত্রা পরিবর্তনের প্রভাব- রসায়ন [২০২৩]

সাম্যবস্থায় ঘনমাত্রা পরিবর্তনের প্রভাব: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা সাম্যবস্থায় ঘনমাত্রা পরিবর্তনের প্রভাব বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

সাম্যবস্থায় ঘনমাত্রা পরিবর্তনের প্রভাব

সাম্যবস্থায় ঘনমাত্রা পরিবর্তনের প্রভাব

যদি কোন রাসায়নিক বিক্রিয়া সাম্যবস্থায় থাকে তখন বিক্রিয়াটির কোন একটি বিক্রিয়ক বা একটি উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তবে লা-শাতেলিয়ের নীতি অনুসারে সাম্যবস্থা এমন ভাবে পরিবর্তিত হবে যেন ঘনমাত্রা পরিবর্তনের প্রভাব প্রশমিত হয়। 

যেমনঃ

N₂(g) + 3H₂(g) ------> 2NH₃(g)

বিক্রিয়াটি সাম্যবস্থা অর্জন করার পর বিক্রিয়ক N₂ ও H₂ এর ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস করবে। অর্থাৎ কিছু বিক্রিয়ক নিজেদের মধ্যে যুক্ত হয়ে উৎপাদ গঠন করবে।

অপরদিকে উৎপাদ NH₃ এর ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি পিছনের দিকে অগ্রসর হয়ে উৎপাদের ঘনমাত্রা হ্রাস করে। অর্থাৎ উৎপাদ ভেঙ্গে গিয়ে বিক্রিয়ক গঠন করবে। 

এভাবে ঘনমাত্রার পরিবর্তন করলে সাম্যবস্থা পরিবর্তিত হয় এবং সাম্যবস্থার পরিবর্তন ঘটিয়ে ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।

C

আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে সাম্যবস্থায় ঘনমাত্রা পরিবর্তনের প্রভাব বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন