দাহ্য রাসায়নিক পদার্থ কি কি? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “দাহ্য রাসায়নিক পদার্থ কি কি? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
দাহ্য রাসায়নিক পদার্থ কি কি?
আমরা প্রতিনিয়ত যে সব রাসায়নিক পদার্থ ব্যবহার করি তার মধ্যে অনেক পদার্থই দাহ্য।
এই দাহ্য রাসায়নিক পদার্থসমূহ নিম্নরূপঃ
অ্যালকোহল, পেট্রোল, মিথাইলেটেড স্পিরিট, অ্যারোসল, ইথাইন গ্যাস (অ্যাসিটিলিন), প্যারাফিন অয়েল, কেরোসিন, বেনজিন, ইথোক্সি ইথেন(ডাই ইথাইল ইথার), ইথানয়িক এসিড, প্রোপানোন, টলুইন, মিথেন, অ্যানিলিন, হাইড্রোজেন, বিউটেন, ইথানল, Zn-পাউডার, LiH, Na, NaH, LPG, CNG, LNG, LiAlH₄ ইত্যাদি।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে দাহ্য রাসায়নিক পদার্থ কি কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”