ভৌত জগৎ কাকে বলে? ভৌত জগতের উপাদান কি কি?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ভৌত জগৎ কাকে বলে? ভৌত জগতের উপাদান কি কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ভৌত জগৎ কাকে বলে?
আমাদের চারপাশের যা কিছু নিয়ে বস্তু জগৎ গঠিত তাকে ভৌত জগৎ বলে। আমাদের চারপাশের প্রকৃতি বৈচিত্র্যময়। এতে আছে বিভিন্ন রকমের বস্তু, ঘটছে নানান রকম ঘটনা।
ভৌত জগতের উপাদান কি কি?
মাটি, বায়ু, বালি, পানি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পদার্থের অতিক্ষুদ্র অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি ভৌত জগতের উপাদান। ভৌতজগতের প্রধান বৈশিষ্ট্য হলো, এ জগতে পরিমাপ হলো পরম এবং পরিমাণবাচক।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ভৌত জগৎ কাকে বলে? ভৌত জগতের উপাদান কি কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।