ইমেজ বলতে কি বুঝায়? | কম্পিউটার বলতে গ্রাফিক্স কি বুঝায়? - বিস্তারিত

ইমেজ (Image) ও কম্পিউটার গ্রাফিক্স (Graphics) কি বুঝায়?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ইমেজ (Image) ও কম্পিউটার গ্রাফিক্স (Graphics) কি বুঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ইমেজ বলতে কি বুঝায়? | কম্পিউটার বলতে গ্রাফিক্স কি বুঝায়?

ইমেজ বলতে কি বুঝায়?

ইমেজ (Image) : ইমেজের শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতিচ্ছবি বা প্রতিকৃতি। স্ক্যানার, ক্যামেরা বা অন্য কোনো উপায়ে তৈরি স্টিল চিত্রকে কম্পিউটারে সাধারণত বলা হয় স্টিল ফটোগ্রাফি বা ইমেজ।

কম্পিউটার বলতে গ্রাফিক্স কি বুঝায়?

কম্পিউটার গ্রাফিক্স : 

কম্পিউটার উপস্থাপন যোগ্য টেক্সট এবং সাউন্ড বাদে সকল প্রকার ফটোগ্রাফস, ড্রয়িং ইত্যাদিকে গ্রাফিক্স বলা হয়। উপযুক্ত সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের সহায়তায় অঙ্কিত বিভিন্ন ধরনের চিত্র, ছবি, লেখ-চিত্র, কার্টুন ইত্যাদিকে কম্পিউটার গ্রাফিক্স বলা হয়।

গ্রাফিক্সের কাজের জন্য ব্যবহৃত কয়েকটি উল্লেখযোগ্য সফটওয়্যার হচ্ছে:

ক. এডোবি ফটোশপ (Adobe Photoshop)

খ. এডোবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator)

গ. কোয়ার্ক এক্সপ্রেস (Quark Xpress)

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ইমেজ (Image) ও কম্পিউটার গ্রাফিক্স (Graphics) কি বুঝায়? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন