পরিবর্তনশীল যোজনী কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “পরিবর্তনশীল যোজনী কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
পরিবর্তনশীল যোজনী কি?
পরিবর্তনশীল যোজনীঃ যেসব মৌল ভিন্ন ভিন্ন যৌগে ভিন্ন ভিন্ন যোজনী ব্যবহার করে সে সব মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে।
যেমনঃ কিউপ্রাস ক্লোরাইড(CuCl) ও কিউপ্রিক ক্লোরাইড(CuCl₂) যৌগে Cu এর যোজনী যথাক্রমে 1 ও 2 ব্যবহৃত হয়েছে।
অর্থাৎ কপার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।
আবার, ফেরাস সালফেট(FeSO₄) ও ফেরিক সালফেট{Fe₂(SO₄)₃} যৌগে Fe এর যোজনী যথাক্রমে 2 ও 3 ব্যবহৃত হয়েছে।
সুতরাং আয়রন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে পরিবর্তনশীল যোজনী কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”