পিতল এবং এর ব্যবহার কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি আপনারা “পিতল এবং এর ব্যবহার কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
পিতল এবং এর ব্যবহার কি?
কপার ও জিংকের সমন্বয়ে গঠিত সংকর ধাতু যাকে পিতল বলে।
পিতলের উপাদানঃ
- কপার(Cu) 60 - 80%
- জিংক(Zn) 40 - 20%
পিতলের ব্যবহারঃ
বাসনপত্র তৈরি, কার্তুজের খোলস, শীতক নল, ইঞ্জিনের তাপ বিকিরণকারক ইত্যাদি প্রস্তুত করতে পিতল ব্যবহার করা হয়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে পিতল এবং এর ব্যবহার কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। “ধন্যবাদ”