অ্যাভোগেড্রোর সূত্র কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “অ্যাভোগেড্রোর সূত্র কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
অ্যাভোগেড্রোর সূত্র কি?
অ্যাভোগেড্রোর সূত্রঃ একই তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল মৌলিক ও যৌগিক গ্যাসে অনুর সংখ্যা সমান থাকে।
অ্যাভোগেড্রোর সূত্র অনুসারে 1 মোল যে কোন গ্যাসের আয়তন 22.4 লিটার।
আবার, প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল যেকোনো গ্যাসে অনুর সংখ্যা 6.023x10²³ টি।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে অ্যাভোগেড্রোর সূত্র কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”