‘ফাংশন কী’ কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “‘ফাংশন কী’ কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
‘ফাংশন কী’ কাকে বলে?
বিশেষ ধরনের কাজ করার জন্য কম্পিউটারের কীবোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2,......., F12 নম্বরযুক্ত কীগুলোকে ফাংশন কী (Function key) বলে। বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করার জন্য ফাংশন কীগুলো ব্যবহৃত হয়।
ফাংশন কীগুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, করার কাজসহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়। বিভিন্ন প্যাকেজে ফাংশন কীগুলোর ব্যবহার বিভিন্ন ধরনের হতে পারে।
আশা করি “‘ফাংশন কী’ কাকে বলে?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ